ক্লান্ত সূর্য পশ্চিমা দিগন্তে আলোকিত তুমি আর আমি,
এলোমেলো কেশে মাতাল বাতাসে হেসেছিলো সবুজ ভূমি।


নদীর স্রোতে ভেসে আসা সেই নির্জন সুরে বলেছিলে,
আসো হারিয়ে যাই ভেসে আসা মেঘেদের নীলাচলে।


হতে চেয়েছিলে প্রজাপতির রঙিন পাখা ,
আহোরন করবে ফুলের যতো
সুবাস লুকিয়ে রাখা।
সেদিন বলেছিলো দেখতে তোমায় সোহাগ ভরা চোখে,
ভালোবাসার সুবাস সবটুকু ছড়িয়ে তোমারি দিকে।


বকুল ফুলের বাহানায় বসে ছিলে নীরবে,
বকুল বলেছিলো ওহে কন্যা, ধন্য আমি তোমারি সৌরবে।
প্রজাপতি তোমারি কেশে হয়েছিলো দিওয়ানা,
পাখিরা তোমারি খোজে হারিয়েছিলো নিজ ঠিকানা।


সেদিন রেখেছিলাম তোমার হাতে হাত,
সূর্য হেসে বলেছিলো কবু নাহি আসিতে দিবো রাত।
সবুজ ঘাসে হলুদে তুমি হয়ে  একাকার,
পখিরা সব তোমারি সুরে  হয়েছিলো সুরাকার।


হাতটি যখন মেলেছিলো তুমি উড়তে নীলাকাশে,
বলেছিলা মোরে মেঘ হয়ে থাকতে তোমারি পাশে।