ফিরবে কি তুমি?
কাটাবে কি আবার মধুময় সেই ক্ষন,
রাঙিয়ে দিবো তোমায় ভুলিয়া সব অভিমান।


কতো রাত্রি কেটেছে মোর নির্ঘুম নিশিতে,
আশার প্রহর গুনেছি তবুও তোমারি আশাতে।


জোনাকি পোকার আলোর ভীরে খুজেছি তোমায় কতো,
ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে স্বপ্ন দেখেছি অবিরত।


মনে কি পরে?
বৃষ্টিময় সেই সকাল,
জলসিক্ত ছিলাম মোরা ভালোবাসায় অবিচল।


হঠাৎ মেঘের গর্জনে!
শিহরিতো তুমি আঁকড়ে ধরেছিলে মোরে,
ভালোবাসায় হারিয়ে গিয়েছিলাম ক্লেশিত ভুবন ছেড়ে।


নীল মোহনার তীরে।
পুলকিত সেই বিকেল পাখিদের কোলাহলে,
স্রোতের সাথে ভেসেছিলাম তোমারি নীলাচলে।


আজও অপেক্ষরত আমি।
রাঙাবে সকাল তুমি শিশিরের বিন্দু ফোটায়,
অভিমান ভেঙে ছুটে যাবো তবুও তোমারি দেখায়।


গোলাপে তোমায় ছুয়ে দিবো রাঙাবো সুবাসে,
কাটিয়ে দিবো অনন্তপ্রহর তোমায় ভালোবেসে।