আলেয়া--!  ভাত দিবি কটা --?  
এ কী শুরু হলো রে?  
করোনা নাকি ফরোনা -- জীবনডা
শ্যাষ করে দিলো রে।
আর কয়দিন বাঁচা যায় পানি খা'য়া রে?


হ্যারা তো এসি ঘরোত ভালই আছে
ব্যাংকে রাখছে কোটি কোটি ট্যাকা
যা খাবার মন চায় --মানুষ দিয়া সওদা  
করে আনায় আর আরামছে খা'য়া
চিত হ'য়া শুইয়া আইন জারি করে --
কেউ ঘর থাইকা বাইর হইবি না ---
কেউ না,  কেউ না -----।


এরা কি ক্ষিধার জ্বালা জানে রে --?
আলেয়া কথা ক --- জানে রে ?  
প্যাট চোঁ চোঁ করে,  মাথা ঘুরায়
ঠোঁট ফাটে  জিব্বা ফাটে থুতা বারায় না রে --
পায়ে ধাপ ফেলবার পারোচি না রে
আলেয়া কটা ভাত দে
আলেয়া ----


আর কি ফিরে আইবে ক্যা ---
কটকটা সূয্যের আলো,  ঝিরঝির বায়,
ধান গাছের হেলানি দোলানি
আর কি পামু?  আলেয়া?  
আলেয়া কথা ক
এ আলেয়া কথা ক
আলেয়া মইরা গেলি ক্যা -----
আমার আলেয়া মইরা গেছেএএএ
আলেয়াাাা  -------।।