এক ফোটা সুনীল রৌদ্রের স্পর্শে
আমি জেগে উঠলাম;
এ কী ! আমার গায়ে লাল পাঞ্জাবিটা নেই কেন—
বাবার পকেট থেকে টাকা চুরি করে গত পহেলা বৈশাখে
যেটি সোনালি আমাকে গিফ্‌ট করেছিল;
ধূসর জিন্স প্যান্টটা কোথায় !
এ কী ! আমার সমস্ত শরীরে সবুজ ঘাস;
আমার রোমগুলি কোথায়
প্রেয়সীর তৃষ্ণার্ত ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠা রোমগুলি কোথায় !


আমি এক সবুজ মানব, সব বিস্ময় ঝেড়ে ফেলে
নগ্ন পায়ে হেঁটে চলিছি
সুনীল রৌদ্রের তীব্রতায় উত্তপ্ত রাস্তায়—
দু’ধারে অজস্র মুমূর্ষু স্মৃতির কান্না !