।। তর্জনে গর্জনে সময় কাটায়
সিংহকে "পশুরাজ" তাই তো মানায় ।


কুলোর মতন কান, শুঁড়খানি তুলে
বিশাল আকার হাতি চলে দুলে দুলে ।


ক্যাঙারুর কোটরেতে উঁকি দেয় ছানা
লম্ফনে জুড়ি নেই, সকলের জানা ।


সারাবেলা দুষ্টুমি-টুষ্টুমি চলে
বাঁদরের বাঁদরামি, লোকে তাই বলে ।


উঁচু গলা জিরাফের গায়ে কাটা খোপ
উঁচু ডালপালা চাই,  নয় ঝোপ-টোপ ।


লাফিয়ে লাফিয়ে চলে মেজাজটা খোশ
লম্বাটে কান তার নাম খরগোশ ।


বড়দিন অবকাশ কেন বৃথা যায়,
দল বেঁধে চলো যাই চিড়িয়াখানায় ।


দেখবে না যদি ভালবাসবে কেমনে ?
স্বামীজির বাণীটাকে রাখনি তো মনে ।


ঈশ্বর-সেবা ভেবে জীবে প্রেম করো
প্রকৃতি-মা'র সৃষ্টি ওরাও, নও তুমি বড় ।।