হে ভগীরথ, কেন যে আমায়
মর্ত্যে নিয়ে এলে,
আনলেই যদি, আছি কেমন
সে খোঁজটা কি নিলে ?


পূণ্যসলিলা বলে আমায়
মকরবাহিনী'ও বলে,
নামের বাহার কত আমার,
তবু কলুষিত করে চলে ।


আমার দু-ধারে কত নগরের
পত্তন হয়েছিল,
হিন্দুরা রেখে ঠাকুরঘরে
দেবী বানিয়ে দিল ।


পূজা করে তবু আবর্জনা
আমাতেই ফেলে দেয়,
ময়লাভার বইছি কত
সে খোঁজ কি কেউ নেয় ?


কল-কারখানা বর্জ্য ঢালে
বিষাক্ত স্রোত এসে,
দূষিত করে আমার শরীর
নিয়মিত মিশে মিশে ।


বহুজাতির মিলনতীর্থ
ভারতবর্ষে এসে,
পেলাম না কোন সুহৃদ,
যে সত্যিই ভালবাসে ।


ভারতের ম্যাপে প্রধান নদী
গঙ্গা আমার নাম,
হায় ভগীরথ, দেখলে না তুমি
আমার পরিণাম ।