বনে নাই, মনে ঠাঁই
চপলহরিণী'র
কি বা রূপ, অপরূপ
মনমোহিনী'র ।


স্বপ্নালু তার চোখ
কত কথা কয়,
সামনে গেলেই বুঝি
সে আমার নয় ।


আমি ভাবি ও চোখের
গভীরতা কত
সে ভাবে মিনসে' র
ভীমরতি যত ।


আপাত শান্ত, তবু
ঝোড়ো হাওয়া বয়,
চলে গেলে, মনে ঐ
আবেশখানি রয় ।


এই আছে, ওই যায়
দূর সীমানায়,
আমি পথ চেয়ে থাকি
ফেরার আশায় ।