হাতের সামনে জ্বলছে আগুন,
বানাচ্ছে রুটি, জ্বলছে উনুন,
সামনে ক্ষুধার্ত লোকের সারি,
ছোট হাতে করে তাড়াতাড়ি,
আজ ও কি স্কুল কামাই হবে,
বললে, শোনে কি কেউ কবে ?


পেটের ভিতর জ্বলছে আগুন,
বাঁচার রসদ দেয় কে বলুন ?
পড়তে বসে সন্ধ্যা হলে
ল্যাম্পপোষ্ট টার ঠিক তলে,
পথের ধারে ঝুপড়ি ঘরে
পরিবার থাকে  গাদাগাদি করে ।


মনের ভিতর জ্বলছে আগুন,
সযত্নে জ্বালিয়েছে দেখুন,
অভাব-অনটনের প্রতিকারে
বিরাট আকার করবে তারে
জ্বালাবে  বাধা-বিপত্তিরে,
সংকেত ওই পড়েছে নজরে ।


কর খুকি, কর সকল বাধা পার,
পাশেতেই আছি, আমার অঙ্গীকার ।