জীবন বয়ে যায়, বাড়ি-অফিস করে
আর একটু বাজার-টাজার,
চাল-ডাল-নুন-আনাজপাতি
আর যা যা চায় সংসার ।


অফিস খেয়ে নেয় বহু সময়,
যাতায়াতেও লাগে বেশ,
ঘরের এটা ওটা করতেই
যা, দিনটাই হয় শেষ ।


নিজের সময় বলতে কিছু
রইল নাকি আর,
গল্প-আড্ডা সবই অতীত
পরিশ্রমেই জেরবার ।


হারাচ্ছি যে কি আমরা
বুঝতেও কি পারি না ?
কফি-হাউসের আড্ডাকেও
দরকারী মনে করি না ।


খাবার পাতে ভুলছি আমরা
শুক্ত-ঘণ্ট-চচ্চড়ি,
পিৎজা-বার্গার-ম্যাঞ্চুরিয়ন
বিরিয়ানীতেই ভর করি ।


আসুন না এবার একটুখানি
অন্য চিন্তা করি,
নিজস্বতা বজায় রেখেই
ভবিষ্যতের পথ ধরি ।


(০০৯১) ৯৯০৩০৬৩৮১৭