মনে হয়, দূরে চলে যাই দূরে,
চেনা শহরের গণ্ডী ছাড়িয়ে
অচেনায় যাই হারিয়ে ।


মনে হয়, ব্যস্ততা করছে গ্রাস,
কেড়ে নিচ্ছে আমার নিজস্ব সময়,
অবসর ? সে পালিয়েছে বোধ হয় ।


মনে হয়, অনেক কথা বাকি আছে,
বসা হয়নি নিজের মুখোমুখি,
তার দিকে না তাকালে, মন কথা বলবে কি ?


মনে হয়, অনেক কথা বলার আছে,
যা শুধু তোমাকেই বলা যায়,
এত ছুটলে হবে ? দু-দণ্ড দাঁড়াতে যে হয় ।


মনে হয়, অনেক কথা শোনার আছে,
যা তুমি বলতে চেয়েছিলে,
আমাকে ব্যস্ত দেখে, কোথায় যে চলে গেলে ।


মনে হয়, দূরে চলে যাই দূরে,
কোন পাহাড় দেশে বা কোন সাগরকূলে,
চেনা জগতের কলকাকলি বাঁধবে না কোন জালে,
পরাণ খুলে বলব কথা, তোমায় আমায় মিলে ।