ডেকো না আমায়,
হারিয়ে যাচ্ছি আমি,
গতিশীল ঐ ট্রেনের চাকায়,
চাইব না তো থামি ।


জানালার ধারে বসেছি থেকে
কত দৃশ্য নজরে আসে,
তাদের মাঝে ভেবেছি নিজেকে
ওগুলো মানসকল্পে ভাসে ।


ঐ তো নদী বহে জোরে
ঐ তো পাহাড়, অরন্য,
তাদের মাঝে ভাবতে পেরে
ভাবছি সে তো অনন্য ।


যদি হয় পূর্ণিমাতিথি,
রাতে মস্ত চাঁদ ওঠে,
ট্রেন হয় ধীরগতি,
অচেনা গ্রামের পথে ছোটে,


মাঠ- ঘাট- পথ- ডোবা
রূপোলি বন্যায় যায় ভেসে,
ট্রেনের ভিতরে রয়েছি বোবা,
অস্তিত্ব হারাই বুঝি শেষে ।


থামলে ট্রেন এই পথের পাড়ে
ভাবি সত্যিই নেমে পালাই,
খুঁজি "অচেনা-আমি"- কে নতুন করে
তাকে আবার হাতড়াই ।