চেতনায় আছেন রবীন্দ্রনাথ
বিশ্বাসে নজরুল,
খালে-বিলে পড়ে হারাব না,
করব না তো ভুল ।


মাস্তুল হাতে দাঁড়িয়ে যাব
সামনে অকূল পাথার,
বাংলা'র ধ্বজা উড়িয়ে যাব
করব সাগর পার ।


যে ভাষাতে বলেছি প্রথম
শেষটাও আশা করি,
জীবনানন্দ - জসীমউদ্দিন
না যেন ভুলতে পারি,
বাংলা মায়ের কোলে শুয়ে,
যেন শেষ দম্'টা ছাড়ি ।