একাকীত্ব আজ এক
অতি পরিচিত শব্দ,
ইচ্ছা বা অনিচ্ছায়
সকলেই এতে জব্দ ।


যৌথ পরিবার ভেঙে যবে
সব নিজেরটা চিনতে শিখল,
সেদিন অগোচরে একাকীত্বের
প্রবেশাধিকার মিলল ।


হয়তো আপনি ক্লান্ত অতি
মনের কষ্টে আছেন,
একাকীত্ব চাইলে তখন
খানিক শান্তি পাবেন ।


সৃষ্টিকর্মে মগ্ন কেউ
চান সুন্দর কিছু গড়তে,
একাকীত্বের আছে প্রয়োজন
ধ্যান বা সাধনা করতে ।


জনজীবনে একাকীত্বের
বিরূপ প্রভাব ঢের,
ভাঙনের পরে বহু পরিবার
সাক্ষী আছে এর ।


প্রবাসী ছেলের বুড়ো বাপ-মা
শুধু পথ চেয়ে রয়,
একাকীত্বের এ হল এক
নিদারুন পরিচয় ।


অল্প একাকীত্ব ভাল,
মন্দ ওভারডোজ হলে,
মনের মানুষের দেখা
হায়রে, কতজনের মেলে?