কত সম্পর্ক তৈরীই হতে পারে না,
হয়ত নেই কারও কোন কসুর,
স্বার্থহীন থাকলে কথা
নেই তাতে কোন মাথা-ব্যথা
ফালতু সময় নষ্ট করতে চাই না,
দূরত্ব বজায় রাখাই দস্তুর ।


আচ্ছা, দেওয়া-নেওয়াটাই সম্পর্ক ?
তবে ব্যবসার সাথে ফারাক কোথায় ?
মুক্ত মনে কিছু কথা
কথা নয় শুধু, আলাপচারিতা
মনের মিল পাওয়াটাই তো সম্পর্ক,
হিসেব-নিকেশ কেন সেথায় ?


কত সম্পর্ক জন্মাতেই পারে না,
তো তার আবার স্থায়িত্ব !
টুকরো কিছু স্মৃতি
মনের ভিতর ইতি-উতি
হঠাৎ হঠাৎ প্রশ্ন করতে ছাড়ে না,
বোঝায় তার অস্তিত্ব ।