ওরে আমার ছোট্ট পাখি চন্দনা,
নামটা তোর আজ বদলে রাখি, - সঞ্জনা ।


সঞ্জনা কে ? এই ধর কোন ঝর্ণা হবে,
পাহাড়চূড়ার উপর থেকে নামল সবে ।


ফেনায় ফেনায় সশব্দেতে ছিটকে পড়ে,
চঞ্চলতার আনন্দ যে আর না ধরে ।


উঁচু থেকে ঝাঁপ নীচেতে কঠিন পাথর পরে,
গতি'ই জীবন, সার বুঝে তাই পড়ছে ঝরে ।


বৃদ্ধ আমি যাই কেমনে তার কাছেতে,
যৌবনকাল নিয়েছে বিদায় কোন কালেতে ।


নিশ্চল, তবু চঞ্চলগীত গাই রে গাই্‌
মনে যৌবন রাখতে তো বাধা নাই রে নাই ।


নামটা তোর আজ বদলে দিলাম চন্দনা রে,
দেখব তোকে ভাবব শুধুই সঞ্জনারে ।