শ্বাশত

আমার জীবনের ছোট্ট পসরায়
     যে জোনাকীরা আজ ও দেয় আলো,
বিষাদ-হর্ষ গাঁথা স্মৃতি গুলো জ্বলে
    যদি ও আবছা তবু ও হয়নি আঁধার কালো।


ব্যথা-আনন্দ ভিড়ের মাঝে-
    তৃপ্তির ইশারা খোঁজে,
পাওয়া না পাওয়ার আলোড়নে
   আঁধার আলোর মাঝে।


রাতের আঁধার দিনের আলো
   একেলা বিকেল বেলা,
রঙ বেরঙের কত যে স্বপন,
   মনে মনে করে খেলা।


কত আশার আন্তরিক পরিচয় দিতে
   উৎকণ্ঠার অনুভব,
সংকল্পের শর্তে হেরে গেছে কভু
ু  মেনেছে পরাভব।


লাভ লোকসান মেলাতে গিয়ে
    ইচ্ছারে মানে সালিশী,
সময় এসে কড়া নেড়ে বলে
   ডুবে যায় ঐ নালিশের হাসি।


নিলীমার কোলে লাল আলো জ্বেলে
    রোজই সূর্য জাগে,
শ্বাশত পৃথিবীর সনাতন রূপ
   আলো আঁধারের সোহাগে।
                
                       ভারতী ধর