জীবন কেটেছে আমার-
   || সবুজ ঘাসের গালিচা পাতা
সাবধানী পাড়াগাঁয়,
   গোধূলির অবসানে সেথা
রাঙা আলো নিভে যায়। ||


ফুলে,ফলে ভরা ধরণীর রূপ-
  || নিদ্রা ঢুলু ঢুলু নিরালা দুপুর
হৃদয় বুদবুদে চলে স্বপ্ন অভিসার,
   পথের দুধারে এলোকেশী লতা
পিছু ডাকে বার বার। ||


ধরণীর বুকে দিন-রাত্রির জোয়ারে-
   || জোৎস্নার সাথে গদ গদ হেসে
শিউলি ঝড়িয়া পড়ে,
   সকাল বিকাল দুপুরের রোদে
জ্যান্ত আলো ঝলমল করে। ||


কাঁচা মাটির মেঠো পথ-
   || সাধের সময় কাটাইছে তারা
নিঃশব্দে আসন পাতি,
   রূপকথার কত কল্পকাহিনী
বুকে লয়ে নিরবধি। ||


আজও পড়ন্ত বেলায়-
   || পূজার ঘণ্টা,নমাজের সুর
মিশে যায় এক সাথে,
   মহামৈ্ত্রীর মাভৈঃ মন্ত্র
ঝড়িয়া পড়িছে মাথে। ||


                                 তারিখ- ১৪ই মে
                                  স্থান- টেক্সাস