কবিতা তোমায় কে দিয়েছে ছুটি?
কেন তুমি শ্লোক-ম্লান, উদাস, অলস, জৌলুস-আঁধার?
ছন্দহীন মর্ম তব? বেদনা-উছল, স্বপ্নরাঙানো চোখে
কেন অশ্রুহীন হাসি?


ঐ দ্যাখো বসুন্ধরা ডাকিছে তোমায়,
সবুজ, কোমল আসন পাতি,
অসীম নীলাকাশ বুক পেতে বসে আছে
সারারাত জাগি ।


পৃথিবীর বুকে শিশিরের গড়াগড়ি,
আনন্দের আবর্তনে ঝর্ণা পড়িছে ঝড়ি,
সিন্ধু ডাকিছে ঐ ঢেউয়ের দোলায়,
সৃষ্টি সুত্রের খোঁজে মাঝ দরিয়ায়,
ব্যস্ত সকাল ও মেঘে করেছে চড়াও,
দুপুরের সূর্য শিখা জ্বলে দাউদাউ,
বুক চিরে চক্কর মারে বিদ্যুতের ছিলা,
আলুথালু বেশে ঝড় ছোটে যে একেলা ।


কবিতা তোমায় কে দিয়েছে ছুটি?
ব্যস্ত যুগের মূক-মমতা?
সভ্যতার বীভৎস সমাধি,
যুগান্তের অঙ্কবিহীন অভিশপ্ত সমাজের ছবির হাড়গোড়?
বিজ্ঞানের চরম উত্তেজনায় চেতনার স্বতন্ত্র আভা?