ঐ বুঝি নীল নিরালার শূন্য হতে উঁকি মারে
   মহাজাতকের চিরউজ্বল মুখচ্ছবি,
শতছিদ্র মানবতার দেয়ালে উঠেছে অবলুপ্ত পিপাসার
   অন্ত্যজ স্মৃতির অস্ফুট বৈধবী।


মৃত্যুর ঠেউয়ে ঘেরা যে সাধ জেগে আছে
   আজও নিরুত্তর ছবির মতন,
সময়ের পূর্ণ অভিপ্রায়ে সময়ের মাকুটার হাত ধরে
   সৃজনের ছায়াধূপে সমাসীন ।


নোনা লেগে ভেঙ্গে পড়া যুগের স্তম্ভে
   শোনা যায় বিক্ষুব্ধ ক্ষুরের শব্দের ঝংকার,
নিরুদ্দেশ কুড়ানো তর্কের ঝড়ে-
   আত্ম-আহূতি জাগে, ভাঙ্গে মোহ কারাগার।


যুগের পাহাড়ে মৃতু মথিয়া আজ ও জাগিছে
   কর্ম যোগীর ত্যাগ উপহার,
ঐতিহাসিক ঝড় বার বার উঠে নাড়া দেয়
   জীবানু হ্ময়িত জননীর সূতিকাগার ।