আঁধার সরিয়ে সূর্য আসে
সূর্যের পিছে সন্ধ্যা,
সমাজের বুকে আলো জ্বালাতে
শিক্ষা কেন বন্ধ্যা?


শীত বসন্ত গ্রীষ্ম বরষা
পালা করে আসে,
শিক্ষা এত হৈ চৈ ক’রে
ধাঁধার স্রোতে ভাসে।


নদী বহে যায় পাহাড় ঘুমায়
ব্যস্ত আপন কাজে,
তাদের বুকে আঘাত হেনে
মানুষ শত্রু সাজে।


বাতাসের দোলায় বৃষ্টি নাচে
উঁকি মারে উদ্ভিদ,
শিক্ষা বাঁচাও ডাক হাঁক ঐ
কৃতি নীরব নিভৃত।


প্রকৃতির হাতে পৃথিবীর আয়ূর
আঁধার আলো খেলা,
শিক্ষার হাতে সমাজের স্নায়ূর
সুস্হ পথে চলা।