দুপুর গড়িয়ে এলো
রোদের ঘুমের ঘোর এখন ও কাটেনি
তন্দ্রা এসে ঘন ঘন উঁকি মেরে যায়।
কুঁড়েমির অলস আ্হ্লাদে
নাম না জানা কত পাখি কিচির মিচির শব্দে,
পাতার আনাচে কানাচে লুকোচুরি খেলে।
পৃথিবীর ব্যস্ততার কিন্তু কমতি নেই,
গাড়িগুলির দৌড়প্র্রোতিযোগীতা সমানে চলছে,
পাছে থেমে গিয়ে হেরে যায় শক্তির বিষ্ময়।
আলো আধাঁরির এই ধাঁধায়,
কোন বোধই কাজ করে না,
সব কিছুই শূন্য মনে হয়।
গাছগুলো ধূপের ধোঁয়ায়
মুখ বুজে ছটফট করে
ফুলগুলো ব্যর্থ প্রণয়ীর মতো আহত হৃদয়ে দাঁড়িয়ে।
ত্রস্ত বৈকালের কিছু কর্ম-ক্লান্ত মস্তিষ্ক,
অন্ধকারের ঈশারায় এলোমেলো হয়ে যায়
সন্ধ্যার আগমনী জল্সায় ছুটে যেতে চায় মন।
ব্যস্ত পৃথিবীটা স্বধর্মনিষ্ঠ স্বভাবে
অন্ধকারের কানে কানে বলে-
আলস্যের বেড়াজালে কর্মের কার্পন্য বাঁসা বাঁধে।