শিরনাম - কবি ও মহাকবি
কলমে - বিন্দাস ভার্গব
সাহিত্যের ই মনটা আজ
কলম ধরেছে
বাংলা ভাষায় সাহিত্য আজ
ভুলতে বসেছে
ভাবছি অনেক লিখব কিছু
লিখতে না যে পারি ,
ভাবের ঘরে আবোল তাবোল
পাতা ছিড়েই মরি
লিখতে গেলে খাতা কলম
নড়ে চড়ে বসে
তাই না দেখে রবীন্দ্রনাথ
একটু মুচকি হাসে |
লিখতে গেলে বানান ভুল
উল্টে যায় মানে ,
মাথা মুন্ডু কি যে লিখি
কেউ কি তাহা জানে ?
পড়তে গেলে দাঁত ভেঙে যায়
আটকে যায় দম ,
আমরা সবাই মহাকবি
কবির সংখ্যা কম ।