ছাতা / ছত্র,
মাথার উপর থাকলে ছাতা, বর্ষার হয় না ভয় ,
রোদ, জলে ছিড়ে গেলেও থাকে পরিচয় ।
থাকলে কাছে দুর্গম পথ সহজ হয়ে যায়,
রোদ, জলে মানব শরীর শান্তির ছায়া পাই ।।


কাঁথা,
শীত নামলে শহর জুড়ে, মনে পরে কাঁথা
রাত্রির ঘুমে হয় না বাধা , স্বপ্ন দেখে মাথা
বরফ হতে দেয় না শরীর, গরম হয়ে যায়
থাকলে সাথে কাঁথা, শরীর শান্তি পাই ।


টর্চ লাইট,
পথ চলো অন্ধকারে বা অমাবস্যা র রাতে,
মনে পরে লাইট খানা, থাকতো যদি সাথে
পথ চলা হত সহজ, ভয় যেতো কেটে
কাঁটার ভয় কুকুরের ভয় ,
দেখতে পেত চোখে ,
অন্ধকারে পথের সাথী লাইট যদি হয়
অতি সহজে দুর্গম  পথ সহজেই কেটে যায় ।


বাবা মা ,
বাবা মায়ের কথা যদি এমনি ভাবে ভাবো
রোদ বর্ষায় নিজে ভিজে, তোমায় ছায়া দিত
শীতের চাদর কাঁথা হয়ে ,কোলের মাঝে রেখে
গরম তাপে রাখত তোমায় বুকের  আদরে তে
হাত ধরে দুর্গম পথে, চোখের আলোতে
নিয়ে যেত স্বপ্নের জগতে।
তাঁদের স্মৃতি বুকে, জরিয়ে রেখে মায়ায় ভরে চোখ
বুঝেও আমরা বুঝি না,
        আমরা যে অবোধ ।।