কেমনে জানিলে তুমি ,
ছাড়ি যাব তোমারে ?
প্রাণে না থাকিলে প্রাণ,
পরাণ বেঁচে  কেমনে ?
কিবা দোষে, দোষী-ছ মোরে
     না পাই ইশারা
তুমি ছাড়া আমি
হয়ে যায়, দিশা হারা।।


যাহাকে প্রাণ মাঝে দিবানিশি জপি
তাহাকে কেমনে ভুলি ,হইয়া পরদেশি?
দূর দেশে নাহি রয়, মম মন
আনাগোনা করে সুধুই তোমারই ভবন
কেমনে জানিলে তুমি,
   ছাড়ি যাব তোমারে?
ডাকিলে পাইবে ওগো, তুমি সুধুই আমারে।।


রক্ত চন্দন লাগাইয়া ললাটে ,
তপস্যাই আমি তাপস ।
অল্পক্ষণ স্থায়ী , করি নাই সাধনা
চৌদ্দ বছর ধরি পাইয়াছি যাতনা
ছাড়িব কেমনে,প্রিয়া তোমারে?
কেমনে জানিলে তুমি, ছাড়ি যাব তোমারে?