কবি ও কবিতার আসরে, আসিয়া -
আপনারে বিশ্বাসী ও পরিচিত করিতে চাই ।।
"কবি বন্ধু"-আপনাদের কাছে একটু সহানুভূতি, ভালোবাসার অধিকারী হইতে পারিলে আমি ধন্য ।।
রং তুলির জীবন খানা, কবিতা ও গানের সুরের ভেলায় ভাসাতে চেয়েছি ।
কঠিন থেকে কঠোর তম জীবনের লড়াই লড়েছি,
তবু ছাড়িনি অস্ত্র ।
যুদ্ধ করিতেছি দিবা (রাত্র) রাত্রি ।
পরাজিত হইলে মস্তক করিবনা নিচু -
  ছেদ করিব সারা বিশ্ব ;
হইতে পারি আমি নিঃস্ব , তবু জাগিব আমি -
      কাঁপিবে সারা বিশ্ব ।।
'কবি সকল 'লহ প্রণাম , লহ প্রাণের ভালোবাসা;
    তব সাথে বাঁচিয়া থাকিব,
বাঁধিয়া প্রাণে- র বাসা ।
প্রাণের সুর ধরিব বাঁশিতে ,
  লিখিব জীবন কথা ।
কবি মোর লহ প্রণাম,
   লহ স্নেহের ভালোবাসা ।।