প্রেম বেঁচে থাক ,
কবি'র কালি-তে , শিল্পের তুলিতে,
কাটা, গোলাপ বৃন্তের ক্ষরণে ;
কবরীতে গোঁজা গোলাপে নয় ।।


প্রেম বেঁচে থাক ,
মনে , প্রাণে , হৃৎস্পন্দনে
শিরা, উপশিরা ধমনী রক্তে,
সৌন্দর্যের রূপের রূপায়ণে নয় ।।


প্রেম বেঁচে থাক,
নয়নের দৃষ্টি কোনে,
অপলকে সৃষ্টি নয়ন বারি'তে,
আঁখি'র কাজলের ভুরু'র স্পন্দনে নয় ।।


প্রেম বেঁচে থাক ,
টিপ-টাপ বৃষ্টির জলের ফোঁটা 'ই
শিউরে ওঠা ঝোড়ো হাওয়াই,
প্রভাতী সুরের গানের তানে,
কাম'রসে জড়ানো নদীর ঢেউ এ নয় ।।