সূর্যাস্ত গেছে কিছু কাল আগে,
      আঁধার ঘনিয়ে এসেছে কালো রাত ,
নিঃশব্দ চারিদিক স্তব্ধ কালোরাত ।।
শিউলি সুভাষ ছড়িয়ে ঝরে যায়,
        আঁধার রাতে পথের পরে ।।
বৃষ্টি ভেজা পথে -মিশে যায় ধূলো,
              মাটি হয়ে ।।
নদীর ভাঙ্গে পার,---
-----কিনারা যায় ভেসে জলস্রোতে ।।
ঝরে পড়ে কত তারা আকাশ থেকে ,
       আকাশ পথে ।।
এমনি ভাবেই যদি আমি যায় হারিয়ে ,
           আঁধার রাতে কালো পথে ?
সুভাষ ছড়িয়ে শিউলির মত বৃন্ত থেকে ঝরে পড়ি -
     পাথের পরে ?
বৃষ্টি এসে মিশিয়ে দিক ধূলো থেকে মাটির সাথে ,
    নদীর জলে যাই ভেসে ,
    হারিয়ে পথ কিনারা জলস্রোতে  ?
ঝড়ে পড়ি তারা হয়ে আকাশ থেকে ----
   সমাপ্তির সন্ধানে সমাপ্ত হতে।।