এক মুঠো স্বপ্ন
  -ভাস্কর পাল


অপমানের বোঝায় ভেঙেছে মন যতবারই
চেয়েছে বেহায়া মন দেখতে স্বপ্ন ততবারই;
হারাচ্ছে সেই মানুষ গুলো, যারা স্বপ্ন দেখতে বলেছিল
হারায়নি তবুও বোঝা বোঝা কত বানী যা দিয়েছিল।


আগুনের আঁচে স্বপ্ন আজ উত্তপ্ত, খুবই জ্বলন্ত,,
আকাশের বুকে মাথা রেখে শুনি চারিদিক স্তব্ধ।
নদীর গহ্বরে সোনা যায় কতই না আর্তনাদ,
বাস্তব গুলো দেখতে শিখিয়েছে এনেছে স্বপ্নের ডাক।।


গ্রীষ্মের তাপে ফাটছে মাটির শির,
জমছে বুকেতে স্বপ্নের অজস্র ভিড়,,
শিরায় শিরায় উত্তপ্ত কত বাক্য হাজারও
গোপন কুঠুরিতে জমেছে শব্দের পাহাড়ও।


হাতের মুঠোয় স্বপ্ন কত, খেলছে লুকোচুরি
ছুঁতে গেলেই হারিয়ে যায়, পালিয়ে নেয় ছুটি।।