যাত্রা
  -ভাস্কর পাল


পথে বড্ড বিপর্যয় উড়িয়া আসে ধূলি
স্মরণে স্তম্ভিত ফেলে আসা পথ গুলি-
নির্জন আলোতে পাতানো সব পথ
যাত্রীরা ছুটে চলে নিজ নিজ গন্তব্যে সব।


আশায় আশায় স্বপ্ন গুলো
ভাঙলো কেমন মনের আগোল
বাঁধন ভাঙিয়া ছুটে চলে
দুমড়ে মুছড়ে ইচ্ছা সকল।


পথের দিশা নেই যে জানা
কোণ পথেতে যাওয়ায় মানা!
টানছে জীবন ছন্দ ছাড়াই
যাত্রা পথ কেমন ছন্নছাড়া।


উড়িয়ে ধূলি পথের পানে
নেই যে কেউ কারোর সনে
একলা জীবন একলা মন
যাত্রীরা সব একলা সকল।


জীবন যুদ্ধে সঙ্গ নাহি
একার পথে একাই দামী
যাত্রা পথের যাত্রী হয়েই
কাটছে জীবন পথ পেরোতেই।।