কলম কথা
-ভাস্কর পাল


কলম তো এক জড় বস্তু বলতে পারে না কথা,
গুচ্ছ করে ফুটিয়ে তোলে আপন মনের ভাষা।
কলম চিহ্নিত একটি রূপেই চরিত্রটা ভিন্ন…
কখনো হয় প্রতিবাদী কখনো করে খুন-ও।


মনে আসা আপছা ভাষা কথ্য রূপে যা যায়না বলা
সেই ভাষ্য ফুটে ওঠে, লেখ্য রূপে কাগজ পাতায়।
কালির সঙ্গে দ্বন্দ্ব বেঁধে শব্দ নিয়ে খেলায় মেতে-
অঝোরে ঝরা অক্ষরে সব ফুটিয়ে তোলে নিজের কথা।


গল্প বাঁধে গুচ্ছ করে, পদ্য বাঁধে ছন্দ ধরে-
শব্দরা পায় নতুন জীবন কলমের ছোঁয়া পেলে।
কত ভিন্ন কলম যে সব লক্ষটা যে স্থির
একই কর্মে ব্যাস্ত থেকে বাস্তবটাকে তুলে ধরে।।


যাহার হস্তে ফুটে ওঠে, তাহার ভাবনা তুলিয়া ধরে
লেখ্য শেষে নিজের সন্মান নিজে কখনো চায়না মোটে-
বোবা কলম তুলে ধরে উক্তি বোঝা – বোঝা,
বধির থেকেও প্রকাশ করে গোপন মনের ভাষা।।