সবুজ সকাল
    -ভাস্কর পাল


আমার সকাল আমার মতোই থমকে গেছে আজ-
সেই সকালে শুনি না আর মধুর পাখির ডাক।
সকাল হয়তো রোজই হয়, ফোটে না আলো আর
তরুণ রবি ডুবে গেছে দিয়ে চিরকালের সাঁঝ।


আমার সকালে নেই যে আলো,আছে গাছে ঢাকা অন্ধকার
তাইতো আজ আমার আকাশ আমার কাছে সবুজ লাজ।
দেখবো বলে নতুন সকাল স্বপ্ন নিয়ে ঘুমাই রাতে-
তবু আমার সকাল গাঁথা সবুজে ভরা কল্পনাতে।
সেই সকালে নেই যে আজ কোনোই কোলাহল-
তবু আছে শান্ত একটা মধুর স্নিগ্ধ টান।


আমার সকালে আমি পাবো,তোমার কোমল হাসি-
সেই হাসিতেই দেখতে পাই নতুন সাঁঝের বাতি।
তবু রোজই সকাল হবে আমার আকাশে,
সেই সকালে থাকবে শুধু সবুজের ছোঁয়া যে।।