ভাবনারা
    -ভাস্কর পাল


উদাস দিনের শেষে আসে বিষণ্ণ ভাবনারা
খেলে যায় প্রত্যেশিত বৈকালে উন্মুক্ত চেতনা
পড়ন্ত রৌদ্রের দিনে কোনো এক স্তব্ধ দ্বিপ্রহরে
ভাবনারা ভোরে ওঠে উদাসীনতার ঘোরে।।


পথহারা কত ভাবনারা হয়েছে আজ ছিন্ন
কত বয়ে যাওয়া বর্তমান করেছে কত অনুমান
অনুভূতি শিহরিত, কত অতীতের কত চিহ্ন
উড়িয়ে দিয়ে ধূলি আকাশের বুকে নিয়েছে স্থান।।


দিবা কেটে আসে নিশি, কাটে নিশি রবির আভাসে
ভাবনারা সব মত্ত, বাস্তবতার কঠিন অভ্যাসে।
মনে আসা ভাবনারা পায় না স্থান কোনো পাতাতে
সবই হয় শেষ একদিন, রয়ে যায় ইতির খাতাতে।।