যদি ঘুম ভেঙ্গে দেখো আকাশটা কালো মেঘে একাকার,
তবুও মনে রেখো আমি আছি।
যদি ঘরের টিনের চালায় বৃষ্টি নিরবতা ভাঙ্গে,
তবু মনে রেখো আমি আছি।


যদি ঘরের পাশের শান্ত ধানক্ষেত হঠাৎ বাতাসে দোল খায়,
তবুও মনে রেখো আমি আছি।
যদি রাখালের বাঁশির মায়াবী সুরে মন ভাসে,
তবুও মনে রেখো আমি আছি।


যদি তোমার শখের বাগানে ফোঁটা গোলাপটা ঝরে যায়,
তবুও মনে রেখো আমি আছি।
যদি ঝোপে বাসা বাধাঁ ডাহুকটি ক্ষনে ক্ষনে না ডাকে,
তবুও মনে রেখো আমি আছি।


যদি সাঁঝের বেলায় নীল আকাশটা বিবর্ণ হয়,
তবুও মনে রেখো আমি আছি।
যদি আকাশে রূপালী চাদঁটি নাই বা থাকে,
তবুও মনে রেখো আমি আছি।


যদি রাতের আধারে জোনাকিরা দলবেঁধে না বেড়ায়,
তবুও মনে রেখো আমি আছি।
যদি নিশিরাতে হুতুম-পেঁচার ডাকে তোমার ঘুম ভাঙ্গে,
তবুও মনে রেখো আমি আছি।