তুমি স্বপ্নের রাজকন্যা হয়ে এসেছ,
তুমিই কি সে, যাকে আমি স্বপ্নে দেখেছি?
বিষন্ন এই মন করে হাহাকার,
কি যে পাওয়ার কথা ছিলো,
কি যে পেলাম!  সেটা তো আমি চাইনি।


ভবঘুরে জীবন অস্তিত্বহীন!
জীবনের নেই গতি, জানিনা জীবনের অর্থ কি?
জীর্ণতা মাঝে সুখ নেই, আছে শুধু হাহাকার।
ভবঘুরে জীবনের ঠিকানা নেই,
এই পথ- ঐ পথ ঘুরে থেমেছি,
জানিনা কাল কি হবে!


পথ হারা পথিক হয়ে ঘুরেছি পথে পথে,
পথের শেষ তো মিলে না,
সঠিক পথের ঠিকানাও পাই না-
কৈউ তো আর সঠিক পথও দেখায় না।


তবুও চলছি অজানা পথে,
এক ভবঘুরে পথিক হয়ে আজও।