কত মৃত্যু কত শোক আমার বুকের ভেতর বাজে,
আমি রূপ দিতে চাই তাকে,
নিরাকার পাথরের সমাধিতে কোনো স্থায়ী হরফের ভাস্কর্যে।


সময়ের ব্যথা ঋণী হয়ে আছে মাটির কাছে।


বাতাসের প্রচণ্ড নিঃশ্বাসে বৃন্তচ্যুত মাধবীলতার অমলিন ক্রন্দনে-
খুব ভোরে,
ধ্রুব নক্ষত্রের মত
কত মৃত্যু কত শোক আমার বুকের ভেতর বাজে,
প্রহেলিকাময়
নিদারুণ ছলনায়,
অভিসারী বেদনার প্রতি পংক্তিতে
আমি রূপ দিতে চাই তাকে।