অনেকদিনের  বাসস্থান এক লহমায় ত্যাগ করলে, বয়ে চলা সময়কে মনে হয় স্বপ্ন
চারপাশ যেন অঙ্গ তারই
এ স্বপ্ন কখনও দুঃসাহসিক, কখনও দুঃস্বপ্ন, কখনও বা সুখী,আবেগী।
আজ মৈত্রেয়ী জানে না, তার আগামী-
যাকে 'অনন্ত' খুঁজে নিত পারত প্রতিদিনের অভ্যাসে,
সেই রাজপুরী বহুদূর,
অতীত তারও বেশী।
তাই সেই আবর্তনের বুহ্য থেকে ছিটকে আসা অবধি, সে দুচোখ মেলে দেখছে শুধুই পৃথিবীকে।
কত আদব কায়দায় বেমালুম বোকা হয়ে যাচ্ছে,
তবু এ পৃথিবীর সর্বাঙ্গীণ পরিচয় নিতে মরিয়া হয়ে খুঁজছে যেন কিছু, যেন কাউকে?
সে কে ?