বসুন্ধরা সারেগামা সুর ভাঁজছে।
রোজ সকালে চড়াই ও সে গান ধরে তার হারমোনিয়ামে।


আজও গাইছে,
"এলোমেলো সবকিছু আমাকে জানতে চেয়ে
অন্ধকার সবখানে আসে কেন ধেয়ে?
মাঝরাতে ঘুম পালায়, দুঃস্বপ্নে ভার
আমি আটকাতে পারি না আর।


প্রশ্নের উত্তরে শুধু প্রশ্ন মেলে
কারা ওই দাঁড়িয়ে আছে আঙুল তুলে,
আমাকে থামতে নেই, খুঁজি হারানো পথ
সময়ের পাতা উল্টে লিখি অতীতের পট।


বদলায় না তবু কেন শেষ পরিণতি?
আমার ভিতরে আমি, নাকি, একটু একটু ক্ষতি?"


এদিক ওদিক চেয়ে গান থামায় বসুন্ধরা, আজ চড়াই আসেনি...