আয়না ভাঙার শৈলী,কিংবা ঘুড়ির সুতোয় লাগানো কাঁচের গুঁড়োর মতো
অচেনা সময়,
প্রতিসৃত অনুরাগের একটু ছোঁয়া,
অচেনা সকাল,
লজ্জাবনত পাতার ফাঁকে রেশম কীটের গুটি,
অচেনা মৃত্যু।
তোদের হাসির আড়ালে লুকিয়ে
অচেনা দুঃখ।


আর তুই, যে দাঁড়িয়ে থাকিস আয়নার ওইপাশটাতে সর্বক্ষণ,
তোকেও কি চিনি?