ঘুম শেষে তুমি ভোরের অ্যালার্ম
ডাকনামটি সরগম হয়ে আসে আমার কানে,
চতুর আমি চোখটি বুজে ভাবি আপন মনে
কাছে এলেই এক লাফে কোল, নেব দখল করে।
এই আমি আর আমার রাজ্য  .......


নাই বা থাক দাসদাসী শত
একটা বড়ো প্রাসাদ রূপকথার মতো,
সোনার সিংহাসন,মুকুট চূড়ামণি,
তোমার বুকের মাঝেই আছে অপার রত্নখনি।
এই আমি আর আমার গুপ্তধন.......


নেই যে আমার সৈন্য হাজার
প্রাচীর ঘেরা রাজপ্রান্তর,
তবু আঘাত হানে সাধ্য কার?
তোমার আঁচলতলে আমার বসবাস।
এই আমি আর আমার নিরাপত্তা .......


এই রাজ্যের রাজা আমি তোমার সেবার গুণে,
চোখের কাজল বইছে জলে সব হারাবে বলে,
নিয়ম বাঁধন  তোলা থাক ওই  চিলেকোঠার অন্ধকারে,
বোঝো না কেন মা,
আমার সকল সুখের ধারা
বইছে কেবল তোমায় ঘিরে ।।