যেখানে তাকাই ধোঁয়া আর ধোঁয়া
কি জানি কেন সব জ্বলছে
গাছ মরে গেছে কত কাল আগে
দাবানল তবু লাগছে।
দহনে দহনে ছাই ধূলো পথ
ভুল প্রশ্নতে মাতছে
পর্দা লাগানো কাঁচ বাতিঘরে
তুষার বরফ জমছে।
দুই মেরু দেশে ঘনীভূত রাত
"অরোরা" 'র খেলা চলছে।