শিকল বেড়ি ভাঙল যখন,
হরষে উঠল দেহ প্রাণ মন,
তুমি তো জানোনি
সেতার,বীণা উঠেছিল ঝংকারে।
কেবল পথে সঙ্গে চলা
শেষের ঘরে শুরুর ভেলা,
তুমি না জানবে কিসের খেলা
খেলছি অহমে।
বৈপরীত্যের খেতাব ছেড়ে ,
আকাশ দেশের নীরব জলে
আমি ডুবছি অহর্নিশ,
তুমি না জানবে কোন সে জলে
ডুবছি অহর্নিশ।
ভয় নাগো ভয়,গোলকধাঁধায়
ঘুরছে জীবন, চলছে চাকায়
তুমি তো জাননি কিসের তাড়ায়,
ভুলেছি দিনমান।
আজ ভাবি যদি মধ্যমনে
হারিয়েছে যা খুঁজি কেমনে?
তুমি না জানলে দোদুল দ্বিধায়
থমকে অবসান,
আজি থমকে অবসান  ।।।।