শিউলি,আষাঢ়ের শিউলি
একটা , দুটো করে শাখায় আটকে
গেরুয়া বৃন্ত দিয়ে।
বৃষ্টিভেজা রাতে কদম একলা ছিল শাখে,
তুমি এলে তার সঙ্গী হতে
এক অন্য আবেশ নিয়ে।
মিষ্টতায় ভরে উঠল পথের দুপাশ
অকাল-বোধন,কত নাম-ডাক,সুখ্যাতি,
যেই না আসুক সে পথে
তোমায় দিয়ে যায় উপহার-একগুচ্ছ প্রশংসা
মাথা তুলে কেউ দেখে না কদমের দিকে,
পদপিষ্ট হতে থাকে ঝরা কদম,
ধীরে ধীরে মিশে যায় মাটির সাথে।
বুঝি, তোমার দোষ ছিল না তাতে,
তার ছায়ায় করেছিলে আত্মসমর্পণ
নিজেকে করতে চেয়েছিলে তার যোগ্য।
এ তো অহংকার নয়!
তুমি তো তার জন্যই এসেছিলে,
প্রতি ভোরে কান্না হয়ে ঝরেছিলে-
তারই মাটিতে।।