শঙ্খ মুখে ঠোঁট লাগিয়ে,
যে ধ্বনি উড়ালে বাতাসে
সে আপন গাম্ভীর্য নিয়ে,
আঘাত করল আমার অন্দরে
দেওয়ালের আয়না উঠল কেঁপে।
অন্দর ছেড়ে পথে এলাম,
দিকে -দিগন্তে বিচ্ছুরিত আলো...
আর পৃথিবীর গর্ভ থেকে উৎক্ষেপিত লাভা,
যেন মাটির উপর তাল পাকিয়ে গেছে।
শীতল,নিশ্চল,কৃষ্ণকায়।
দিকে দিকে বেড়াই ছুটে
পাই যদি খুঁজে সে আশ্রয়!
হোক বা সে মারিয়ানা খাতে
কিংবা দক্ষিণ মেরুর কোনো গুহায়,
দৌড়ে যাব চলে
সাত পাঁচ না ভেবে--
নিরর্থক স্বপ্নে ক্ষীণ আলাপনে
তোমায় দেখেছি দু একবার।
সেখানে তুমি থেকো--অপেক্ষায়।।।।