মনে করুন ,


হাজার তম ব্যস্ততার মুখে দাঁড়িয়েও
উদার মনে,
তুমি আমাকে আপাদমস্তক ভালোমানুষি মোড়া একখানা জবাব দেবে ।
কারণ তুমি ভালো মানুষ।
আমি কি বলেছি -না বলেছি
তার সত্যি মিথ্যা
বাস্তব-অবাস্তব
নিন্দা, প্রশংসা
কিছুই তোমার কাছে বিবেচ্য নয় ।
তুমি খানিক শুনে বা না শুনেই
আমাকে উত্তর দেবে
আপাদমস্তক ভালোমানুষি মোড়া একখানা উত্তর;
দিতে দিতে চারপাশে তাকাবে কতজন তোমাকে দেখল বা দেখছে ইত্যাদি এইসব চিন্তা করে।
মাঝে মাঝে কেউ আবার তোমার ভালো মানুষের প্রশংসায় পঞ্চমুখ হলো কিনা , তাও কথায় কথায় মেপে নেবে গদগদ সুখে ।
অখচ তোমাকে বহুবার দেখেছি অকারণে- নানা মন্দে।


খেলো?


মানিকবাবু বিষয় থেকে সরে এসেছি অনেকক্ষণে
খেলো কথার সময়, মেলা বাড়ে।
আপনি বলুন "থাম !শুনব না"।
মানিকবাবু , আপনি "না" বলতে পারেন।