চোখ খুললেই হারিয়ে যায়।


আলো জ্বালালেই পালিয়ে যায় ।


বিনিদ্র সব রাতে ঘনঘোর আহ্লাদে


কত আশা ভরা গপ্প করি!


চুপিসাড়ে রাত ভোরে ,


পড়ে দেখবার কালে ,


কিংবা মনের ভুলে


কেমন করে যে লেখা আমার


সকল মুছে যায় ?


আমি হাত কামড়ে


কপাল ঠুকে শুনি-


গুমনামি লেখা স্বপ্ন এসে


চেঁচিয়ে কান ফাটায়।


যতই চেঁচায় ততই বুঝি,


একটি কবিতা কেবলমাত্র


একবারই লেখা যায়।


খুব  হয়েছে আর নয় আর


মোমের আলোয় লিখব এবার


কালির আঁচড় খাতার পাতায় ।


দেখি লেখা কেমনে মোছে


বদমাশ ফোন কথায় কথায়।



##  😭😭😭 ভেবেছিলাম আজ একখান কবিতা দেব। প্রায় দুই ঘন্টা ধরে দুপুরবেলা কবিতাটা লিখেছিলাম।  হারিয়ে গেল দুম করে এক্ষুণি। খুব রাগ হচ্ছে। আর কিচ্ছুটি তার মনে নেই । ভাল্লাগে না । 😭। অথচ আজ ভেবেছিলাম একখান কবিতা দেব । তাই একখন্ড লিখে আমরণ পণ করলাম, আর কোনোদিন ফোনে কবিতা লিখব না। 😭😭।