নিস্তব্ধ গোধূলি... একটা কথার খোঁজ...
এই তো করে দিলাম পার......
ফুল চন্দন নাকি কৃষ্ণচূড়া...নাকি
আতপ সাদা আলপনা,
কি নেব আজ...
প্রতিপদের চাঁদ, নাকি ভোরের শুকতারা
এই তো হয়ে এলাম পার।
খোয়া বিছানো পথে
অলক্ষ্যে হারানো নূপুর ...
পেয়েছি খুঁজে,
ঝুল পড়া তাকে সৌখিন আসবাবগুলোর ফাঁকে
সেই মাটির পুতুলগুলোও।
বর্ণপরিচয়,ছড়ার বই
পুতুলের জামা ,আরও কত কি সব।
নারকেল ডাঁটার গরু,
বাগানের ঘাস,দেখি ছাই চাপা
তালের আঁটিগুলো পিঁপড়েতে খেয়েছে।
খিড়কিতে ঝোলানো সেই শাপলা ফুলের মালা,
দেওয়ালে সিঁদুরের ফোঁটা,
তৃতীয়টি বড্ড ছোটো।
সবই তো পেলাম খুঁজে...
কেবল একটা কথা... একটা ছবি...
একটুকরো স্নেহ... আমার ডাকনাম...
সে নামে কেউ তো ডাকছে না!!