**আমাদের সকলের প্রিয় কবি "সুকুমার রায়" এর প্রতি শ্রদ্ধার্ঘ্য**


শব্দ নিয়ে খেলতে গিয়ে বাঘবন্দি আড়াই চালে
হাস্যরসে থই মেলে না, হাবুডুবু খেয়ে সাঁতার চলে?
"জল মিলবে" কলকল সুরে,আঁখি পট ছলছল করে
"ঘুমড়ি" থেকে পুবের গাঁ হাসির বাতাস তোলপাড় করে।
"রুমাল" "বেড়াল" কাকস্য রব মাথায় দেবে হানা
টিকটিকি টা লেজ খসিয়ে পরবে দুটি ডানা।
আরশোলাকে ছেড়ে দিয়ে কালি মাখিয়ে ঠ্যাঙে
লিখব আমার "নোটবুক" রহস্য সন্ধানে।
"হুকো-মুকো" নাম নিয়ে মাছি মারি লেজ দিয়ে
ছন্দ সে আসে না তো,শুধু হাঁচি আর চাঁছি কিয়ে
"প্যাঁচা" "হুলো" গেলো কই,আয় আয় ক্ষীর দেব
চিলচিলে গলা ছেড়ে তোকে ছড়া গান দেব
"দাশু" দার মিহিদানা আনলাম সদ্য
খেয়ে দেয়ে লেগে পড়ি পড়তে সে পদ্য।
ছেলেবেলা খুঁজি আয় "সুকুমার" ছন্দে
আর কিছু চাই না রে জীবনের দ্বন্দ্বে।


🎇🎇🎇🎇🎇🎇✨✨✨✨🎇🎇🎇🎇🎇🎇