রাত্রি জাগরণের সব উপাদানই দেখি রয়েছে কাছে।
সেই প্রবল ঝড়ে ভেঙে পড়া ছাদ,
মিটিমিটি তারারা সারারাত চেয়ে থাকে
কত বাদুড় চামচিকে উড়ে যায় ,
ছবিতে দেখা ডানাওয়ালা ড্রাগনের মত।
বাগানের বেলি ফুল এক শান্ত স্নিগ্ধতায় স্নাত হতে হতে একটু একটু মেলে দেয় পাপড়ি
তার সুবাসে ঘুম আসে না,
মনে হয় আমি মৃত সৈনিক
কোনো জনহীন অরণ্যে আমার সমাধি সাজিয়ে তুলছে প্রকৃতি।
আমি সৈনিক হতে চেয়েছিলাম,
আমি সৈনিক হয়েছি!
প্রতিদিনের লড়াই আপন আপন সীমান্তে
ক্ষত বিক্ষত হই,
উঠে দাঁড়াই,
চোখ খুলে বসে থাকি সারারাত
ভুল ভাঙে প্রকৃতির;
আমি জেগে থাকি
জোছনার ছায়া কুড়োতে কুড়োতে দেখি,
সময়ের চলমান মিউজিয়ামে আত্মগোপন করছে
মুক্ত বিস্তীর্ণ আকাশ,
বেলি ফুলের প্রস্ফুরণ
অসংখ্য ড্রাগনের ওড়াওড়ি
আর কত শত প্রতিভার হেঁটে যাওয়া চাঁদের সীমানা পেরিয়ে মহাশূন্যে।