"Backstage choir"


রোদ্দুরে ঝিলমিল জল
আর ছায়া সেনাদের দল,
অ্যাকোরিয়ামের মাছগুলো ছেড়ে দিয়ে
ওদের খেলা দেখি, চল্।
নীল নীল আকাশের পার
দূর দেখা তারাদের ঘর,
দেখো আঁধারে সামিল কত আলো
স্পন্দন  অনিবার।
আমি বললে কি ঝড়ের আকাশ নেমে আসবে আমার বুকে?
আমি বললে কি বন্যার জল আছড়ে যাবে মরুপথে
আমি বললে কি ছায়ার শরীরে তুমি কান্তি হবে
আমি বললে কি আমার কথায় সূর্য উঠবে যাবে?
তবে শুনছ কেন আমার কথা,
আবেগের পুরোনো জটিলতা
মুঠোয় আমার তোমার ব্যথা।
দিও না ,দিও না অধিকার তার।
হাজার বছরের মিথ্যে আভরণ
খুলে ফেলো,
খুলে ফেলো সাজ -সম্ভার ....
পরিয়েছি যা নিজের হাতে
বড়াই করে দিনে রাতে
শেষ করে দাও আমার সে অহংকার।
কেন শুনছ আমার কথা বিশ্বাসের ভারে হয়ে নত
পৃথিবীর সাথে কোনো মিল নেই তার মনগড়া কাহিনি যত।
মোহের বশে ভাবছ বুঝি, তুমিই নায়ক ? তোমার কথা বলছি?
আসলে তোমার অগোচরে, আমি তোমায় রচনা করছি।
কি দারুণ বোবাকান্না, কি কথা বলছি আমি,
কি জানি , কি জানি কি বলব আমি
আমার কথার ঠিক ভুল সব বাতিল ,প্রলাপ ,বদনামি।
তাই বিশ্বাস বুকে বসে থেকো না আর,
তোমাদেরও আছে চেতনা
একটা সুযোগ দাও জীবনকে
উফ্! একটা সুযোগ দাও জীবনকে
আমি বা ওরা যতই বলুক তুমি অসহায়।