তারপর ঘুমের আগে এক মূহুর্তে  কী অপরূপ আলোক ফোটা হ্রদে,
এক শান্ত জলধারা ধীরে মিশছে হ্রদের জলে
তরঙ্গ ছুটছে জলের থেকে জলে।
দীর্ঘ বারোটা বছর পর নীলাকুরুঞ্জির ফুল ফুটেছে
কাঠের ঘরের জানলা দিয়ে একটা মেয়ের চোখ তাই অনুভব করছে শীতল হাওয়ায়।
এক অদ্ভুত বাক্হীনতা চারপাশে ।
অদূরে মানুষের বসতি।
এখানে পাখির ডাক, ফুলের গন্ধ, জলের শব্দ , পাতার শব্দ ।
হাওয়ার আবেগে শিশুর হাসি ভেসে আসে মাঝে মাঝে ।
কোলাহল নেই।
অজানা কোনো ব্যাকুলতায় ছটফট করছে না কেউ কোনোখানে।
আকাশের পরীরা এখানে টুপটাপ ঝরে পড়ছে না।
তাদের পালক ছিঁড়ে নিতে আগ্রহী নয় কেউ।
কারো বলার নেই কিছু?
নিজের কথা ?
দুঃখের কথা ?
ভালোর কথা?
কথার কথা?
আশ্চর্য্য,
সবাই কেবল শুনছে
পাখির ডাক , জলের শব্দ , পাতার শব্দ ....
শিশুর হাসি ....
আশ্চর্য্য,
সবাই কেবল শুনছে